গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় সাঁড়াশী অভিযান চালাচ্ছেঃ মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় সাঁড়াশী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক লিখিত বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেছেন। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে নির্যাতন যেন সরকারের দৈনন্দিন কর্মসূচি।
তিনি বলেন, বিএনপির বর্তমান আন্দোলন জুলুমবাজ সরকারের বিরুদ্ধে। নির্বিচারে মানুষ হত্যার পাশাপাশি শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা এবং জনগণের অধিকার হরণের প্রতিবাদে বিএনপির এই আন্দোলন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সারাদেশের মহানগর ও জেলা-উপজেলা এবং বিভিন্ন থানায় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, খুলনা মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিনকে মঙ্গলবার রাতে তার বাড়ীর গ্রীল ভেঙ্গে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ময়মনসিংহে বিএনপি ও অঙ্গ সংগঠনের চার শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতারে চলছে পুলিশের সাঁড়াশী অভিযান। সরকার তার নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে আটকে রাখার সুদুরপ্রসারী মাস্টারপ্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বর্তমান সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি । সুস্থতা কামনা করেন আহত নেতাকর্মীদের।