গণপরিবহনে ভাড়া নৈরাজ্যে অসহায় যাত্রীরা

- আপডেট সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
এতদিনেও নিরসন হয়নি গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া নিয়ে রাজধানীতে যাত্রীদের সঙ্গে চালক-হেলপারের বাগবিতণ্ডা লেগেই আছে। সব বাসে লাগানো হয়নি ভাড়ার তালিকা। পরিবহন মালিক সমিতির নির্দেশের পরও চলছে ওয়েবিল সিস্টেমে। ভাড়া নৈরাজ্যে অসহায় যাত্রীরা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা থাকলেও তাতে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সাধারণ যাত্রীদের অভিযোগ রাজধানীর প্রতিটি রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারিত কিংবা কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারিত থাকলেও তা মানা হচ্ছে না।
ওয়েবিল বন্ধে নির্দেশনা থাকলেও এখনো সে ব্যবস্থা মেনেই সড়কে বুক চিতিয়ে চলছে গণপরিবহন। অভিযোগ যাত্রীদের
এর প্রমাণও মিলেছে, দেওয়ান পরিবহনের ওয়েবিল চেকার—– ক্যামেরা দেখেই সটকে পড়েন। আর আলিফ পরিবহনের চেকার পালাতে না পেরে দিলেন মনগড়া ব্যাখ্যা।
এই ভুল ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে বিতর্কে জড়ায় সবাই।
ভাড়া নিয়ে এমন বিতর্কিত নিত্যদিনের……..