গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত : কাদের

- আপডেট সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিল পরিবর্তন আওয়ামী লীগ মেনে নেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সহিংসতায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয় গণমাধ্যমে তুলে ধরতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক। অংশ না নিয়ে তারা নিজেরাই এখন নির্বাচনের বাইরে। নির্বাচনকে প্রকাশ্যে বাঁধাদানকারীদের বিরুদ্ধে দেশের সুশীল সমাজ ও বিদেশীদের নীরবতার সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি’র নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগের জবাবে, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে কোনো দেশেই ছাড় দেয়া হয় না বলে জানান ওবায়দুল কাদের।