গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় রাজনৈতিক দলের অন্য নেতারা মুক্তিযুদ্ধের সময় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
মির্জা ফখরুল বলেন, মতানৈক্য ভুলেই সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত।