গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল দরকার : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার কোন দলকেই রাজনীতি বিমুখ করতে চায় না উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল দরকার। সকালে পরিকল্পনা কমিশনের সঙ্গে আলোচনা সভায় ভার্চূয়াল বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত সামলাতে সরকার ও নির্বাচন কমিশনের উপর মিথ্যা অপবাদ চাপাচ্ছে।
পরিকল্পনা কমিশনের সঙ্গে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর খাতভিত্তিক আলোচনা সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের আশ্রয় নেয় না উল্লেখ করে বিএনপি মহাসচিবের বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি।
সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী নিরাপদ সড়ক বাস্তবায়নে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে সমন্বয় করার প্রতিও তাগিদ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।















