গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। বাংলাদেশের গণতন্ত্রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৃঙ্খলমুক্ত করেছেন।
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবী করা যায় না । এখন গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।