গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করে ষড়যন্ত্রে সফল হওয়ার সুযোগ নাই : কাদের

- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করে ষড়যন্ত্রে সফল হবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির কালো পতাকা মিছিলের অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দেশের স্বার্থে আওয়ামী লীগ কোন অপশক্তিকে সহ্য করবে না বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগনের ভোটে নির্বাচিত সরকার। কোন অগণতান্ত্রিক আহ্বানে সাড়া দিয়ে জনগন নির্বাচন থেকে দূরে থাকেনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, কালো পতাকা কর্মসূচির নামে আবারও সন্ত্রাসী কর্মকান্ডের জানান দিচ্ছে বিএনপি।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি এমন ইতিহাস বিকৃত বক্তব্য দেবার জন্য মঈন খানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।