গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসাথে কাজ করার আহ্বান আওয়ামী লীগের

- আপডেট সময় : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের পাশাপাশি আরও সময়ের প্রয়োজন। এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেছেন, আরেকটি সংগ্রাম, আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ডা. শামসুল আলম খান মিলনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তার স্মৃতিফলকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে মিলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে।
পরে, দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান।
গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গেও কথা বলেন তিনি।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।