গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে বিএনপি : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৯৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আছে এটি জানান দিতেই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে তারা। গণঅভ্যুত্থান থেকে এখন লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে বিএনপি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশাল সদস্য হয়েছিলেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি ও মির্জা ফখরুল এখন বাকশালকে গালিতে পরিণত করতে চায়। গণমাধ্যমে আসা বিএনপির ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা প্রসঙ্গে তারা এখন ভারত প্রশ্নে মধ্যপন্থা নিতে চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
























