খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজশাহীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সিটি কর্পোরেশন।
বিকেলে নগর ভবন চত্ত্বরে এর আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র আব্দুল হাদী ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. আব্দুল মান্নান। স্বাধীনতা দেশের জন্য সবচেয়ে বড় অর্জন বলেও উল্লেখ করেন বক্তরা। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।