খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ
																
								
							
                                - আপডেট সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
 - / ১৮৩৬ বার পড়া হয়েছে
 
খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে কর্ম বিরতি ও ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।এছাড়া একই দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছে হাসপাতালের সামনের ওষুধের দোকানিরা।এর ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
১৩ আগস্ট রাতে এক শিক্ষার্থীর সাথে ওষুধ কেনা নিয়ে ব্যবসায়ীর মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা একজোট হয়ে ওই শিক্ষার্থীকের মারধর করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে ব্যবসায়ীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুর করে তারা। এতে আহত হয় উভয়পক্ষের ১৫ জন ।
আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছে। ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে খুলনা মেডিকেলের শিক্ষার্থীরা। কর্মসূচির এক পর্যায়ে কলেজ ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।
সংঘর্ষের পর থেকে বন্ধ খুলনা মেডিকেলের সামনের ওষুধের ৯০টি দোকান। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
ঘটনার বিচার ও হামলাকারীদের গ্রেফতারে ছাত্ররা আল্টিমেটাম দিয়েছে। নিরাপত্তার দাবিতে তাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখবেন ইন্টার্ন চিকিৎসকরা।
হামলাকারীদের গ্রেপ্তার, মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি মডেল ফার্মেসি স্থাপন এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে দুদলের কর্মসূচি পালন চলছে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
																			
																		













