খুলনা মেডিকেলের পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় বন্ধ করোনার নমুনা পরীক্ষা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা।
চালু হওয়ার ১৫ মাসের মাথায় প্রথমবারের মতো আজ থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে এই ল্যাবটি। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের মধ্যে যাদের নমুনা পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে। গেল বুধবার নমুনা পরীক্ষা করতে গিয়ে বিষয়টি ধরা পড়ার পর কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোহাম্মদ মেহেদী নেওয়াজ। তিনি আরো বলেন, ল্যাবটি বন্ধ থাকলেও আগে থেকেই মজুত থাকা প্রায় দুই হাজার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।