খুলনা মহানগরীতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে

- আপডেট সময় : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায়, ক্রমেই অবস্থার অবনতি ঘটছে। ব্যস্ততম সড়কের পাশে যত্রতত্র বালুর ব্যবসা, উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতা, জনবহুল রাস্তার উপর নির্মাণ সামগ্রী এবং খোলা ট্রাকে বালু-সিমেন্ট ও আবর্জনা বহন করায় বায়ুদূষণ অসহনীয় অবস্থায় উপনীত হচ্ছে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী।
নিয়ম না মেনে যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ভাঙাচোরা সড়ক মেরামত না করা, ব্যস্ত সড়কের পাশে বাণিজ্যিক বালুর স্তপ ও খোলা ট্রাকে ধুলা-বালু, সিমেন্ট-আবর্জনা পরিবহন করায়, খুলনা মহানগরীর বায়ু দূষণের মূল কারণ। বাতাসে মারাত্মক বেড়েছে বালু ও ধুলিকণার পরিমাণ। কিন্তু দূষণ কমানোর কোন উদ্যোগ নেই বলে হতাশ নগরবাসী আর ক্ষুব্ধ পরিবেশবাদীরা।
বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য অনুয়ায়ী, গেলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত খুলনায় বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৯, ২৭৪ ও ৪২০ মাইক্রোগ্রাম। এমন অবস্থায়ও দূষন রোধে কোন কার্যকর পদক্ষেপ নেই পরিবেশ অধিদপ্তরের। চিকিৎসকরা বলছেন, বায়ু দুষণে মারাত্মক ঝুঁকিতে খুলনা নগরবাসী। শ্বাস কষ্ট থেকে শুরু করে ভুগছেন নানা সমস্যায়। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে সবুজ আর পরিচ্ছন্ন নগরীর তকমা থেকে ‘অস্বাস্থ্য নগরী’র তকমা নিতে খুলনার বিলম্ব হবে না বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের।