খুলনায় র্যাব মহাপরিচালকের পুজা মন্ডব পরিদর্শন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
খুলনায় র্যাব মহাপরিচালকের পুজা মন্ডব পরিদর্শন ।
রেপিড এ্যাকশন ব্যাটিলিয়ান রেবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন পূজাকে সামনে রেখে কোন ধরনের নিরাপত্তা বিঘ্নিত করনের হুমকি তাদের কাছে নেই।তবুও নিরাপদে নির্ভিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দেশের সকল পূজা মন্ডবকে ঘিরে রেবের নজরদারি রয়েছে বলেও জানান তিনি।আজ সন্ধ্যায় খুলনার হেলাতলা রোডস্থ সোনা পট্টি পুজা মন্ডব পরিদর্শন করে এসব কথা বলেন রেব মহাপরিচালক।এসময় রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ কে এম আজাদ, খুলনার রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মুহিত উদ্দিন,কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভুইয়া,রেব ৬এর পরিচালক লেঃ কর্নেল মোসতাক আহমদ উপস্থিত ছিলেন।