খুলনার বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে কলোনির বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সকালে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করলে উত্তেজনা দেখা দেয়। শুরু থেকেই বাস্তুহারা কলোনির কিছু লোক টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কিছু দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার ভাঙচুর করেন বাস্তুহারা কলোনির বাসিন্দারা। কলোনিতে বসবাসকারীদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ, কোনোভাবেই মেনে নেবেন না। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে।