খুলনায় রিমালের আঘাতে ১৬৮ কোটির বেশি ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ১৮২০ বার পড়া হয়েছে
খুলনায় ঘূর্ণিঝড় রিমাল আঘাতে ১৬৮ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদ ও ৭৬ হাজার ৯০৪ টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। খুলনার ৭০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দূর্গত এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা ।
ঘূর্ণিঝড় রেমালে খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা জোনের ৬টি স্থানের ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে বাঁধ ভেঙে লবণ পানি লোকালয় প্রবেশ করছে। চিংড়ি ঘের, ফসলের খেতসহ ঘরবাড়ি তলিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি আরো বলেন,তাৎক্ষিনক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছেন কিন্তু জোয়ারের চাপ থাকার কারণে বাঁধের কাজ করতে পারেনি। আজ থেকে আবার বিভিন্ন জায়গায় ভাঙ্গা বেরিবাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ও স্থানীয় জনগণ। বাঁধভাঙ্গা স্থানীয়রা বলছে,জোয়ারের আগে এ সমস্ত বাঁধ নির্মাণ করতে না পারলে আবারও পানি ঢুকে গ্রাম প্লাবিত হতে পারে।

























