খুব শিগগিরই র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
 - / ১৭০২ বার পড়া হয়েছে
 
খুব শিগগিরই র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশ্বাস দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দু’দিনের ঢাকা সফরে ডোনাল্ড লু কোনো প্রকার চাপ দেয়নি।
শনিবার দু’দিনের সফরে ঢাকা আসেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
সফরে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সাথে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি সৌজন্য বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফরেন সার্ভিস একাডেমিতে তার সাথে বৈঠকে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।
রেব সঠিক পথে হাঁটছে দাবি করে তিনি বলেন, অচীরেই এ বাহিনীর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন ডনাল্ড লু ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু কোনো চাপ দিতে আসেননি। ভবিষ্যতেও এ রকম কোনো শঙ্কা নেই ।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না। কিন্তু তারা রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন আসাদুজ্জামান খান কামাল ।
																			
																		














