খালেদা জিয়া রাজনৈতিক চক্রান্তের শিকার: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়া রাজনৈতিক চক্রান্তের শিকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সনকে নি:শর্ত মুক্তি না দিলে আবারো সরকার পতনে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অসুস্থ্য করে দেয়া হয়েছে। শিগগিরই বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।
























