খালেদা জিয়া আজ দুপুর ২টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেবেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দুপুর ২টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেবেন।
রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে ডিএমপি বরাবর চিঠি দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানের নিজ বাসভবন থেকে হাসপাতালে যাওয়া-আসার সময় খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।




















