খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি ঘটেছে জানিয়ে তার বোন সেলিমা ইসলাম বলেছেন, বাইরে কোথাও খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছেন স্বজনরা।
বিকেলে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎশেষে তার সেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা তো এখন খুবই খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। হাসপাতালের ডাক্তাররা তাকে কেমন দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, তারা যে চিকিৎসা দিচ্ছেন তাতে কোন কাজ হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার যে আইনী বাধার কথা বলছে, তাতে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আবেদনের কথা ভাবা হচ্ছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি।