খালেদা জিয়ার সুস্থ্যতায় গঠিত মেডিকেল টিমের চিকিৎসার বিষয়ে তদারকি করছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার সুস্থ্যতায় গঠিত মেডিকেল টিমের চিকিৎসার বিষয়ে তদারকি করছে বিএনপি। এমনটি জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। খালেদা জিয়ার মেডিকেল টিমকে পুত্রবধু ডাক্তার জোবায়দা রহমান নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান তিনি।
দুপুরে রাজধানী বনানীতে এসএটিভি’র সঙ্গে আলাপকালে এ কথা জানান মোয়াজ্জেম হোসেন আলাল । তিনি বলেন, করোনা আক্রান্তের শঙ্কা এড়াতে কোয়ারেন্টাইনে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণে করা হচ্ছে বলেও জানান মোয়াজ্জেম হোসেন আলাল।বাসভবনে খালেদা জিয়ার চিকিৎসা সন্তোষজনক কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার পছন্দের হাসপাতালে ভর্তি চিকিৎসায় সরকার আইনি বাধা হয়ে দাড়াবে না-এমন প্রত্যাশার কথাও জানান তিনি।