খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছয় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে গাজীপুরসহ ছয় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
শুক্রবার একযোগে জামালপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নোয়াখালী, ভোলায় সমাবেশ করছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছে গাজীপুর প্রশাসন। শ্রীপুরে সমাবেশ প্রস্তুতি নিলেও রাতে আবারো পুলিশী বাধায় স্থান পরিবর্তন করা হয়। শহরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপি’র সমাবেশের অনুমতি দেয় জেলা প্রশাসন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচি পালনে নেতাকর্মীদের সহায়তা চেয়েছে দলটি।