খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মান্না
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে এবার দেখা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এছাড়া খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও তার সঙ্গে দেখা করেন। গেল রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা‘য় পৃথকভাবে সাক্ষাতকালে তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয় নিয়েও আলোচনা হয়। এর আগে ঈদের রাতে প্রায় আড়াই বছর পর দলের শীর্ষ নেতারাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। গতরাতে সাক্ষাতের পর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।















