খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির ১৫ জন জ্যেষ্ঠ আইনজীবী। বেলা দেড়টায় সচিবালয়ে মন্ত্রীর দফতরে তাদের দেখা করার কথা।
প্রতিনিধি দলে থাকবেন— এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ফজলুর রহমানসহ অনেকে। এর আগে রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন। তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিসহ তারা একটি স্মারকলিপি দেবেন আইনমন্ত্রীর কাছে। এছাড়া, দলীয় বিভিন্ন আন্দোলন কর্মসুচিতেও অংশগ্রহণ করছেন আইনজীবীরা।