খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা আবেদন ৪০১ ধারায় নিষ্পত্তি করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা আবেদন, ৪০১ ধারায় নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নতুন করে আবেদন গ্রহনের সুযোগ নেই।
মঙ্গলবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আরো বলেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সুবিধাই তিনি দেশে পাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অনুমতি চেয়ে তার কাছে লিখিত আবেদন দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া জরুরি। এই মর্মে আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। সেই চিঠিটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে আজ সংসদে আইনমন্ত্রী একথা বলেন।

















