খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কোনো আলোচনা হয়নি: ফখরুল

- আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি রেখে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে তিলে তিলে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্র ও সরকারের স্বার্থেই তাকে মুক্তি দেয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে।সাংবিধানিকভাবে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য হলেও সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে আটক করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্যারোলো মুক্তির বিষয়টি একান্ত পারিবারিক উল্লেখ করে, গণতন্ত্র রক্ষা ও সরকারের স্বার্থেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া জরুরি বলেও জানান মির্জা ফখরুল।