খালেদা জিয়াকে মুক্তির ঘোষণায় বিএনপির সন্তোষ প্রকাশ
- আপডেট সময় : ০৯:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে মুক্তির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার ও বিএনপি। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বোন সেলিমা ইসলাম। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খালেদা জিয়াকে মুক্তির ঘোষণায় দেশের জনগণ স্বস্তি পেয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়ার সাজা শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য স্থগিত করার কথা ঘোষণা দেন আইনমন্ত্রী আনিসুল হক। এমন সংবাদ পেয়ে বিএনপির মহাসচিব গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সরকার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। বলেন, খালেদা জিয়াকে মুক্তির ঘোষণায় দেশের জনগণ স্বস্তি পেয়েছে।
তিনি বলেন, শর্ত সাপেক্ষে মুক্তির বিষয়ে, দলীয়ভাবে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। দলীয় চেয়ারপার্সনের মুক্তির খবরে উদ্বেলিত না হয়ে, বিএনপির নেতাকির্মিদের করোনা পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


















