খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট….সিসিইউতে রেখে চিকিৎসা চলছে তাঁর।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় দু’দফা বৈঠক করেন চিকিৎসকরা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। এতে তার সর্বশেষ শারীরিক অবস্থা ও পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় মেডিকেল বোর্ড যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী সাবেক এ প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে আবারও সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তারা। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গড়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া।





















