খালেদা জিয়াকে আইনের বাইরে বাড়তি মানবিকতা দেখানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার বিষয়ে আইনের বাইরে বাড়তি মানবিকতা দেখানোর সুযোগ নেই বলে আবারো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে, আবেদনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, বিএনপি সমর্থিত আইনজীবীদের ব্যাখ্যা আইনবহির্ভুত বলে কোন আদালতই তা গ্রহণ করেনি। সকালে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজধানীর একটি হোটেলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, সরকারের কাছে মানবাধিকার কমিশনের প্রশ্ন এবং দ্বিমত ও বৈপরীত্য থাকতে পারে। কিন্তু, উভয়কেই মানবাধিকার রক্ষায় অবিচল থাকতে হবে।
সম্প্রতি মানবধিকার লঙ্ঘনের অভিযোগে রেবের সাত কর্মকর্তার বিরূদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র্ ও পররাষ্ট্র মন্ত্রনালয় দেখবে।