খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছে দলটি ।
সোমবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই স্মারকলিপি জমা দেয়া হয়। গেলো রাতে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তার উন্নত চিকিৎসা কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে সম্ভব। মঙ্গলবার বিএনপিপন্থী আইনজীবীরা দেখা করেন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর স্মারকলিপি পর্যালোচনা করে দেখা হবে বলে জানান আইনমন্ত্রী। তবে আইনজীবীরা বলছেন, ৪০১ ধারায় ইচ্ছে করলে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে বিদেশে পাঠাতে পারেন।