খালেদা জিয়ার কিছু হলে এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে : জয়নুল আবেদীন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭৩১ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কিছু হলে এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপির নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
দুপুরে রাজধানীর হাইকোর্টের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে হাইকোর্টের আশপাশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন। জয়নুল আবেদীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ মৃত্যুশয্যায় রয়েছেন। যদি তার কিছু হয় তাহলে এর সকল দায়ভার আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। এসময় সকল বিএনপি পন্থী আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দেয়ার দাবি জানায় সংগঠনটি।