খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে হত্যা চক্রান্তের অংশ হিসেবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে দিচ্ছেনা সরকার,এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরের রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দলের লিফলেট বিতরণ অনুষ্ঠানের এমন অভিযোগ করেন তিনি। বলেন দেশের প্রচলিত আইনে বেগম জিয়াকে আটক রাখা হয়নি। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক থেকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটনার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করা হবে।























