খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক:তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি ।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাওয়ার বিষয়টি গণমাধ্যমে দেখলেও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি বলেও জানান তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার অসুস্থতার সমস্যাটি পুরনো উল্লেখ করে বিএনপি এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দেশ ও জাতি গঠনে রেডিও ভূমিকার বিষয়টিও স্মরণ করেন তথ্যমন্ত্রী। এরআগে বিশ্ব বেতার দিবসে বর্নাঢ্য শোভাযাত্রায় তথ্য সচিব কামরুল নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারসহ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী ও সংবাদ পাঠক-পাঠিকারা অংশ নেন।