খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৯৬৬ বার পড়া হয়েছে
সরকার তার চক্রান্তের নীল নকশার অংশ হিসেবে কারাবন্দী থাকা অবস্থায় খালেদা জিয়াকে ধীরে ধীরে মেরে ফেলতে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন রিজভী। তিনি বলেন, প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়ার চক্রান্ত করছে বর্তমান সরকার। তাই তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আইনমন্ত্রী নিজেই অসুস্থ দাবি করে রিজভী বলেন, তার মধ্যে কোন মানবতা নেই। ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়ার চুক্তি করেছে সরকার– এমন দাবি করেন রিজভী। সাংবাদিকদের উদ্দেশ্য করে, রুহুল কবির রিজভী বলেন, পুলিশের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।























