খালি মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
খালি মাঠে গোল নয়, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় বিএনপি ও তাদের দোসররা। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বেগম খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যে জবাব দেন তিনি।
সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চায় না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই নির্বাচনকে ভয় পায়।
রাজধানীর কাকরাইলের তথ্য ভবনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি।
জিয়াউর রহমানই প্রথম দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।