খাদ্য বান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ ডিলার জিল্লুর রহমান ও নছিমন ড্রাইভারকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ ডিলার জিল্লুর রহমান ও নছিমন ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
গেল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাকাহাতি এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, ডিলার জিল্লুর রহমান নছিমন গাড়ীতে ১৪৩ বস্তা চাল নিয়ে রাতে বগুড়ার সোনাতলা শহরের যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ শাকাহাতি এলাকায় থেকে চালসহসহ চালের ডিলার ও ড্রাইভার শিপন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।