খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চার বছর থেকে ১০ টাকা কেজি দরের সরকারি চাল তালিকাভুক্ত দু:স্থদের না দিয়ে তা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা। কুষ্টিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে, কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মহসিন হাসানের আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা চার বছর থেকে ১০ টাকা কেজি দরের সরকারি চাল তালিকাভুক্ত দু:স্থদের দেননি। কুষ্টিয়ার জেষ্ঠ্য বিচারিক হাকিম সেলিনা খাতুন স্বপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে সদর থানার ওসিকে আদেশ দেন।