খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চরম উত্তেজনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি’র সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা চলছে।
নতুন আহ্বায়ক কমিটির পদ-বঞ্চিতরা ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করছে। অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও তার অনুসারীরাও রয়েছেন শক্ত অবস্থানে। উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক এনামুল হকের দাবী, সংগঠনের তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। এদিকে, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এমএ করিম সংবাদ সম্মেলনে জেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছেন।