খাগড়াছড়ির দীঘিনালায় সন্ধান মিলেছে নতুন একটি গুহার

- আপডেট সময় : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির দীঘিনালায় বুনো প্রকৃতির মাঝে সন্ধান মিলেছে নতুন একটি গুহার। স্থানীয়দের ভাষায় এটি দেবতা গুহা। পর্যটন খাতে এই গুহা নতুন আকর্ষণ বাড়াবে বলে আশা স্থানীয়দের।
খাগড়াছড়ির পর্যটনে এতদিন মূল আকর্ষণ ছিল আলুটিলা গুহা। বছর খানেক আগে দীঘিনালায় সন্ধান পাওয়া গেছে তাবাক গুহার। সবশেষ দীঘিনালার মেরুং ইউনিয়নের নোয়ারাম কার্বারী পাড়ায় সন্ধান মিলল আরেকটি গুহার। নাম দেবতা গুহা। এ গুহার সৌন্দর্য ও দৈর্ঘ্য অপর দু’টি গুহার চেয়ে বেশি। প্রায় ২’শ ৫০ফিট দৈর্ঘের দেবতা গুহার প্রথম ৬০ ফিট উপরে পাথুরে ছাদ রয়েছে। ছাদের শেষ প্রান্ত থেকে গুহার বাকী ১’শ ৬০ ফিট শুধু দু’দিকে রয়েছে প্রায় ২৫ ফিট উচ্চতার লম্বা দেয়াল। স্থানীয়দের মতে পাহাড়ী ঢলে গুহাটি তৈরি হয়েছে।
গুহাটি সরু হওয়ায় মুখের দিকের আলো গুহার শেষ প্রান্ত থেকে দেখা যায়। গুহার ছাদ ও দেয়াল আঁকড়ে বেয়ে গেছে বুনো লতা। গুহা থেকে বের হওয়ার পর দূর থেকে বাকী অংশ দেখতে অনেকটা বাংকারের মত। এদিকে গুহার পাশেই আধা কিলোমিটার দূরে রয়েছে ছোট একটি ঝরনা। আর গুহার দক্ষিনে তিন কিলোমিটার দূরে রয়েছে বড় আকৃতির আরো একটি ঝরনা। যেটি স্থানীয়দের কাছে আলং ঝরনা নামে পরিচিত।
অন্য গুহাতে গা ছমছম করা একটা অনুভূতি থাকলেও দেবতা গুহা পর্যটকদের প্রশান্তি তৈরি করবে। গুহার ভেতরের চেয়ে বাইরের ছাদবিহীন বাকী অংশ দেখে মুগ্ধ হবে পর্যটকরা।
পর্যটকদের জন্য পাহাড়ের নতুন এই গুহা বাড়তি খোরাক মিটিয়ে পর্যটনখাতকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।