খাগড়াছড়িতে চিকিৎসক-নার্স, জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
- আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে চিকিৎসক-নার্স, জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। গেল বছর ভারত সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি পাওয়ার পর থেকে পড়ে রয়েছে সদর হাসপাতালে। সংকট নিরসনে দ্রুত সেবা উপযোগী করার দাবি নাগরিক সমাজের।
দেশের অন্যান্য হাসপাতালের মতো খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসিইউ সুবিধা সম্বলিত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি উপহার দেয় ভারত সরকার। তার পর থেকেই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে হাসপাতাল প্রাঙ্গণে খোলা আকাশের নীচে। খাগড়াছড়ির অন্য কোন হাসপাতালে নেই আইসিইউ সম্বলিত স্বাস্থ্য সেবা। ঝুঁকি নিয়ে মুমূর্ষ রোগী নিতে হয় চট্টগ্রাম ও ঢাকায়। দ্রুত চিকিৎসক, নার্স ও চালক সংকট নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান নাগরিক সমাজ।
কাংক্ষিত সেবা চালু করতে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রাংশ প্রয়োজন বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অ্যাম্বুলেন্সটি সাধারণ অ্যাম্বুলেন্স হিসেবে সচল রাখার পরিকল্পনার কথা জানান সিভিল সার্জন।
করোনা পরিস্থিতিতে গেল বছর খাগড়াছড়ি সদর হাসপাতালে তিন বেডের আইসিইউ ইউনিটের সরঞ্জাম আনা হয়। তবে জনবল সংকটে তাও চালু করা যাচ্ছে না।










