কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে ইসলাম ধর্মকে লিজ দেয়নি সরকার : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ভাস্কর্য ইস্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে ইসলাম ধর্মকে লিজ দেয়নি সরকার। দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ধর্মীয় অপপ্রচার সংবিধানের লংঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, ধর্মান্ধতা, উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. আব্দুল হাকিম চৌধুরী বলেন, ইসলামকে কোনভাবেই হেফাজতের হাতে ছেড়ে দেয়া যাবে না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার জাতীয় প্রেসকাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
প্রধান অতিথির বক্তব্যে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভাস্কর্যের বিরোধীরা আসলেই ধর্ম ব্যবসায়ী।
এ সময় দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করা হলেও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর নীরবতার সমালোচনা করেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে ভাস্কর্য নিয়ে হেফাজতের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মন্তব্য করেন অধ্যক্ষ মো. আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় ধর্মের দোহাই দিয়ে দেশে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই দিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহবান জানান তারা।

















