কয়রায় ত্রাণ বিতরণে পুলিশের বাধা ও লাঠিচার্জের তীব্র নিন্দা বিএনপির

- আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কয়রায় ত্রাণ বিতরণ করতে গিয়ে পুলিশের বাধা ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। খুলনা জেলা প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।
দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমীর এজাজ খান ও জাফরউল্লাহ খান সাচ্চু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, খুলনা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কয়রা উপজেলায় ত্রাণ বিতরণ করতে যান তারা। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনশেষে কয়রার পৌছালে তাদেরকে বাঁধা দেয়া হয়। তাই পুলিশের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিএনপি নেতারা।