কয়রার বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার রোষানলে খুলনা-৬ আসনের সাংসদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তাড়া খেয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু।
সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। জোয়ারভাটা বাড়ার কারণে ওই বাঁধ মেরামত করতে পারেনি প্রশাসন। তাই স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করছিলেন এলাকার কয়েকশ’ মানুষ। বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান। এ সময় বাঁধে কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখেই ক্ষিপ্ত হয়ে কাঁদা ছুড়তে থাকেন ট্রলারের দিকে। বাধ্য হয়ে সেখান থেকে ট্রলার নিয়ে ফিরে আসেন তিনি।