ক্ষমতায় গেলে যে কোন মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে : তারেক রহমান
- আপডেট সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৬১০ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একে অপরের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। বলেন, ক্ষমতায় গেলে যে কোন মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে এসব মন্তব্য করেন তারেক রহমান। এসময় বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান।
২০ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ।
সকাল থেকে মাঠে আসতে শুরু করে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
দুপুর সাড়ে বারটায় মঞ্চে ওঠেন তারেক রহমান। একই মাঠে ২০১২ সাথে বক্তব্য রেখেছিলেন খালেদা জিয়া।
মঞ্চে উঠে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানান তিনি। বলেন, বিগত সরকারের মতো ভোটের অধিকার যাতে কেউ নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা না করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরাসহ মানুষের জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান।

















