ক্ষতিকর ডিডিটি রাসায়নিক ব্যবহার বন্ধে কাজ শুরু

- আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ডিডিটি রাসায়নিকের ব্যবহার বন্ধে কাজ শুরু করেছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দি ইউনাইটেড নেশন নামের একটি প্রতিষ্ঠান।
এছাড়া, ৩৭ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ডিডিটি ধ্বংসে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র হলরুমে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ক্ষতিকর এই রাসায়নিকটি ১৯৮৪ সাল থেকেই আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু বিভিন্ন নামে তার ব্যবহার এখনো চলছে। বিশেষ করে শুটকি মাছে ডিডিটির ব্যবহার সবচেয়ে বেশি। পরিবেশ বাঁচাতে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা রাসায়নিকগুলো ফ্রান্সে পাঠিয়ে ধ্বংস করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান সেমিনারে অংশ নেয়া আলোচকরা। সেমিনারে বক্তব্য দেন, প্রজেক্ট ডিরেক্টর ফরিদ আহমেদ, মার্ক ডেভিস, রবার্ট সিমপসন, সঞ্জয় কুমার ভৌমিক ও রুহুল আমিন তালুকদার।