ক্লাস-পরীক্ষা ছুটির আগেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত অবশেষে স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ক্লাস-পরীক্ষা ছুটির আগেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত অবশেষে স্থগিত করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকালে আন্দোলনরত শিক্ষার্থী এবং সব হল প্রভোষ্টদের এক বৈঠকে এ সিন্ধান্ত হয়।
আগামী ৩০ জুন থেকে ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধের সাথে হল বন্ধ ঘোষণা করা হয়।
এরই প্রতিবাদে রোববার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে প্রক্টোরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।