ক্রীড়া উপদেষ্টা আমাকে বোর্ডে ‘কন্টিনিউ’ করতে চান না: বিসিবি সভাপতি
- আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ২৫৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তনের আভাস এসেছে। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার তা বাস্তব রূপ নিচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে বোর্ডে আর দেখতে চান না।
বুধবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে এই বার্তা দেওয়া হয় ফারুক আহমেদকে। যদিও তাকে সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি, তবে তিনি মনে করছেন বার্তাটি যথেষ্ট স্পষ্ট।
ফারুক আহমেদ বলেন, “উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। তবে বলেছেন, আমাকে আর তাঁরা ‘কন্টিনিউ’ করাতে চান না।”
এমন মন্তব্যের পর বোর্ডে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি এখন শুধুই সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা। বিসিবির অভ্যন্তরে পরিবর্তনের হাওয়া আগেই টের পাওয়া যাচ্ছিল, তবে এতটা দ্রুততা অনেকের জন্যই অপ্রত্যাশিত।
এদিকে, কে হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। বোর্ডের নীতিনির্ধারক মহলে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বোর্ডের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, আসন্ন আইসিসি ইভেন্টগুলোকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে নতুন দিশা খুঁজছে বিসিবি।



























