ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিসসহ অপ্রচলিত খেলাকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিসসহ অপ্রচলিত খেলাকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আহ্বান জানান তিনি। এ সময়, খেলাধুলাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে খেলোয়াড়দের জ্ঞান প্রসারিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। খেলাধুলা মানসিক শক্তি যোগায় উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে উপকৃত হবে দেশের খেলোয়াড়রা।