ক্রমশ হারিয়ে যাচ্ছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি
- আপডেট সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সঠিক চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি। এমন পরিস্থিতিতে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কাজ করছে নওগাঁর সাংস্কৃতিক সংগঠন- ‘ত্রিশূল’। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই ত্রিশূলের উদ্দেশ্য।
বাহারি রঙের পোশাকে, মাদল জুরি আর ঢোল বাজিয়ে চলছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদি নাচ-গান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এমন সংস্কৃতি যুগ-যুগ ধরে বহন করে আসছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম।
ক্ষুদ্র জাতি-গোষ্ঠির মানুষ নিজেদের সংস্কৃতির পরিচয় মেলে ধরেন তাদের বিভিন্ন পালা-পার্বণ, পূজা কিংবা বিয়ের অনুষ্ঠানে। যা আদিকাল থেকেই পূর্ব পুরুষের হাত ধরে চলে আসছে প্রজন্ম-প্রজন্মান্তরে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠির সংস্কৃতি বিকাশে ২০১৯ সালে ৩০ সদস্যের সাঁওতাল শিল্পীগোষ্ঠী নিয়ে প্রতিষ্ঠিত হয় ত্রিশূল। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে ত্রিশূল কর্মীরা তুলে ধরছে তাদের সংস্কৃতি।
প্রতিষ্ঠার তিন বছরে সংগঠনটি থাইল্যান্ড ও আমেরিকায় ডান্স ফেস্টিভ্যালসহ আন্তর্জাতিক নানা সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে নজর কেড়েছে সবার। প্রতিষ্ঠাতা তৃণা মজুমদার জানান, সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াই তাদের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠার পর থেকে নওগাঁর বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বহুল গ্রামগুলোতে বেশকিছু সাংস্কৃতিক দল গড়ে তুলেছে ত্রিশূল। যার সাথে জড়িত রয়েছে ৫ শ’রও বেশি সাংস্কৃতিক কর্মী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি আর্ত-মানবতার সেবাও করছে তারা।



























