ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে পাঁচ’শর আগেই ইনিংস ছাড়লো শ্রীলংকা
- আপডেট সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে পাঁচ’শর আগেই ইনিংস ছাড়লো শ্রীলংকা। ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান।
দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানের ব্যাটে সাবধানী শুরু। ওয়ানডে স্টাইলে খেলছেন তামিম। তুলেছেন ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক। এর আগে, ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলংকা। আগের দিন বৃষ্টিতে খেলা হয়নি দেড় ঘন্টা। তাই এদিন ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। তৃতীয় দিন রাঙ্গাতে পারেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রমেশ মেন্ডিস ও নিরোশান ডিকভেলা। ব্রেক থ্রো আনেন তাসকিন। ৩৩ রানে মেন্ডিসকে ফিরিয়ে ডিকভেলা সঙ্গে ১১১ রানের জুটি ভাঙ্গেন ঢাকা এক্সপ্রেস। তাতেই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। ৭৭ রানে অপরাজিত ছিলেন ডিকভেলা। ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং তাসকিন আহমেদের।















